By Election Result । ভাইকে পেরিয়ে বাজিমাত বোনের ! ওয়েনাডে রাহুলের কেন্দ্রে বিপুল ভোটে জিতলেন প্রিয়াঙ্কা গান্ধী

Saturday, November 23 2024, 2:31 pm
By Election Result । ভাইকে পেরিয়ে বাজিমাত বোনের ! ওয়েনাডে রাহুলের কেন্দ্রে বিপুল ভোটে জিতলেন প্রিয়াঙ্কা গান্ধী
highlightKey Highlights

প্রথমবার ভোটের ময়দানে পা রেখেই জয় জয়কার। কেরলের ওয়েনাড থেকে বিপুল ভোটে জয়ী প্রিয়াঙ্কা গান্ধি। প্রায় ৪ লক্ষ ভোটে লোকসভা উপনির্বাচনে জয়ী হলেন প্রিয়াঙ্কা।


প্রথমবার ভোট সমরে নেমেই জয়ী হলেন প্রিয়াঙ্কা গান্ধি। কেরলের ওয়েনাড থেকে লোকসভা উপনির্বাচনে প্রায় ৪ লক্ষ ভোটে জয়ী হলেন তিনি। ৬ মাস আগের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রেই জয়ী হয়েছিলেন রাহুল গান্ধি। সেইসঙ্গে উত্তরপ্রদেশের রায়বেরিলিতেও জিতেছিলেন তিনি। তাই রায়বেরিলি রেখে বোনকে ওয়েনাড ছেড়ে দিয়েছিলেন রাহুল। ফল মিললো হাতে হাতে। অভিষেকেই জয়ের হাসি হাসলেন রাহুল গান্ধির বোন প্রিয়াঙ্কা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File