Priyanka Chopra । অস্কারদৌড়ে নাম লেখালো শর্ট ফিল্ম অনুজা, পাশে থাকার আর্জি প্রযোজক প্রিয়াঙ্কা চোপড়ার
Thursday, January 9 2025, 5:40 pm
Key Highlights
বলিউডের পর এবার হলিউডেও একের পর এক সম্মানিত হচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া। অস্কারের দৌড়ে থাকা অনুজার কার্যনির্বাহী প্রযোজক হিসাবে যোগ দিলেন দেশি গার্ল।
চলতি বছরে 'অনুজা' শর্ট ফিল্মটি অস্কারের প্রাথমিক তালিকায় জায়গা করে নিয়েছে। অনুজা হল একটি স্বল্পদৈর্ঘ্যের ভারতীয় সিনেমা। সিনেমাটির চিত্রনাট্যকার আদম জে গ্রেভ্স। সিনেমাটি তৈরি করেছেন সালাম বালক ট্রাস্ট নামের একটি অলাভজনক প্রতিষ্ঠান যারা পথ শিশুদের সহায়তা করে। এবার অনুরাগীদের কাছে 'অনুজা' ছবিটিকে সমর্থন করার আর্জি জানালেন হলিউডের দেশি গার্ল 'প্রিয়াঙ্কা চোপড়া'। মুভিটির কার্যনির্বাহী প্রযোজক হিসাবে যোগ দিয়েছেন তিনি। অনুজা ছাড়াও অস্কারের দৌড়ে রয়েছে সন্ধ্যা সুরি পরিচালিত ভারতীয় সিনেমা ‘সন্তোষ’।