Priyank Panchal | রয়েছে ১৪০০০ এরও বেশি রান, অবসর ঘোষণা করলেন আরও এক ভারতীয় ক্রিকেটার!
Monday, May 26 2025, 2:57 pm

অবসর ঘোষণা করলেন আরও এক ভারতীয় ক্রিকেটার। খেলোয়াড় সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন প্রিয়াঙ্ক পাঞ্চাল (Priyank Panchal)।
অবসর ঘোষণা করলেন আরও এক ভারতীয় ক্রিকেটার। খেলোয়াড় সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন প্রিয়াঙ্ক পাঞ্চাল (Priyank Panchal)। সোশ্যাল মাধ্যমে অবসরের খবর ঘোষণা করেন অভিজ্ঞ ঘরোয়া ক্রিকেটার। প্রিয়াঙ্ক তাঁর ক্যারিয়ারে মোট ১২৭টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন। এই সময়ে তিনি ৪৫.১৮ গড়ে ৮৮৫৬ রান করেছেন, যার মধ্যে ৩৪টি অর্ধশতরান এবং ২৯টি সেঞ্চুরি রয়েছে। লিস্ট ‘এ’তে, তিনি ৯৭ ম্যাচে ৩৬৭২ রান এবং টি টোয়েন্টিতে ১৫২২ রান করেছেন। অর্থাৎ, ঘরোয়া ক্যারিয়ারে ১৪০০০ এরও বেশি রান করেছেন প্রিয়াঙ্ক।