Ram Navami | রামনবমীর দিন বিশেষ রামসেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, এই সেতুর বিশেষত্বগুলি জানেন?
Saturday, April 5 2025, 1:55 pm

দেশের প্রথম ‘ভার্টিকাল লিফট’ বা উল্লম্বভাবে উত্তোলন করা যায় এমন সমুদ্র সেতু রামসেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
রবিবার, রামনবমীর দিন নতুন রামসেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রেলবিকাশ নিগম লিমিটেডের নকশায় আধুনিক প্রযুক্তিতে তৈরী এই সেতুকে ‘ভার্টিকালি’ উত্তোলন করা যায়। বড় জাহাজ চলাচলের জন্য সেতুটির উচ্চতা ৩ মিটার বাড়ানো হয়েছে। ৭২.৫ মিটার লম্বা এই সেতুটি উত্তাল জলরাশি, ঘূর্ণিঝড় এবং ভূমিকম্পের সঙ্গে যুঝতে পারবে। উন্নতমানের রঙের ব্যবহার করা হয়েছে সেতুটিতে। জাহাজ চলাচলের রাস্তা তৈরির জন্য আগের সেতুটির সময় লাগতো ৪৫ মিনিট। নতুন সেতুটি মাত্র ৫:৩০ মিনিটে তুলে দেওয়া সম্ভব হবে।
- Related topics -
- দেশ
- রামনবমী
- নরেন্দ্র মোদি
- উদ্বোধন
- ভারত