Narendra Modi | বাঁ হাতে ধনুক, মুখে স্নিগ্ধ হাসি! গোয়ায় বিশ্বের উচ্চতম রামজীর স্ট্যাটু উদ্বোধন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর!

শুক্রবার বসল গোয়ার ক্যানাকোনায় ৭৭ ফুট লম্বা রামের মূর্তি উন্মোচন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
গোকর্ণ জীবোত্তম মঠের ৫৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশ্বের উচ্চতম রামের স্ট্যাচু উদ্বোধন করা হলো। শুক্রবার গোয়ার ক্যানাকোনায় ৭৭ ফুট লম্বা রামের মূর্তি উন্মোচন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মূর্তিটি তৈরী করেছেন শিল্পী রাম সুতার। বিশাল উঁচু এই রাম মূর্তি পূর্ণাবয়ব। রামের বাঁ হাতে ধনুক। ডান হাতে অভয় মুদ্রা। পীঠের তূণীরে তির। মুখে স্নিগ্ধ হাসি। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত, রাজ্যপাল অশোক গজপতি রাজু প্রমুখ। উল্লেখ্য, জীবোত্তম মঠে তৈরি করা হয়েছে রামায়ণ থিম পার্ক।
