Indian Navy | আরও শক্তিশালী হলো ভারতীয় নৌসেনা! আর্মি দিবসের দিন ৩টি যুদ্ধজাহাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Wednesday, January 15 2025, 8:32 am
highlightKey Highlights

এই প্রথম একটি ডেস্ট্রয়ার, একটি ফ্রিগেট এবং একটি সাবমেরিন একসঙ্গে কার্যকর হচ্ছে।


 ভারতের ৭৭তম সেনা দিবসে মুম্বইয়ে নৌসেনার তিনটি যুদ্ধজাহাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যা হল, INSসুরাট, INS নীলগিরি এবং INS ভাগশির ওরফে ‘হান্টার কিলার’ সাবমেরিন। এই প্রথম একটি ডেস্ট্রয়ার, একটি ফ্রিগেট এবং একটি সাবমেরিন একসঙ্গে কার্যকর হচ্ছে। বলা বাহুল্য, INS সুরাট উন্নতমানের গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার। এটি বিশ্বের বৃহত্তম মিশাইল ডেস্ট্রয়ারগুলির মধ্যে একটি। INS নীলগিরি ১৭A স্টিলথ ফ্রিগেট প্রকল্পের প্রথম জাহাজ। সাবমেরিন INS ভাগশির Kalvari class Project 75র অন্তর্ভুক্ত।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File