রাজ্য

Primary Recruitment | প্রাথমিকে ১৩ হাজার ৪২১ শূন‍্যপদে নিয়োগ, আজ থেকে করা যাবে আবেদন!

Primary Recruitment | প্রাথমিকে ১৩ হাজার ৪২১ শূন‍্যপদে নিয়োগ, আজ থেকে করা যাবে আবেদন!
Key Highlights

সাত বছর পর শুরু হচ্ছে প্রাথমিকে নিয়োগ। আজ, বুধবার বিকেল ৩টে থেকে শুরু হবে আবেদনের প্রক্রিয়া

সাত বছর পর শুরু হচ্ছে প্রাথমিকে নিয়োগ। আজ, বুধবার বিকেল ৩টে থেকে শুরু হবে আবেদনের প্রক্রিয়া। আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন নেবে পর্ষদ। মোট ১৩ হাজার ৪২১ শূন‍্যপদে নিয়োগ করা হবে। wbbpe.wb.gov.in পোর্টালে গিয়ে ‘Application for Assistant Teachers in Primary Schools, 2025’ লিংকে ক্লিক করে সরকার অনুমোদিত, সরকার পৃষ্ঠপোষকতা প্রাপ্ত প্রাথমিক বিদ্যালয় এবং জুনিয়র (বেসিক) স্কুলে সহকারি শিক্ষক পদে আবেদন করা যাবে। পর্ষদের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রার্থীরা কোন জেলায় চাকরি চান, তা উল্লেখ করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মে।