Cancer Medicine | ১২ শতাংশ GST কমে ৫ শতাংশ, সরকারের নির্দেশে কমছে ক্যানসারের ওষুধের দাম
Sunday, December 8 2024, 1:50 pm
Key Highlightsট্রাস্টহজ়ুমাব ডেরুক্সটেকান, ওসিমেরটিনিব, ডুরভালুমাবের মতো অ্যান্টি ক্যানসার ড্রাগের দাম কমছে।
দাম কমছে ক্যানসারের মতো মারণ রোগের ওষুধের। ক্যানসারের ওষুধের উপরে জিএসটি ১২ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করেছে সরকার। পাশাপাশি বেসিক কাস্টম ডিউটিও তুলে নেওয়ার নির্দেশ দিয়েছিল সরকার। এর ফলে ট্রাস্টহজ়ুমাব ডেরুক্সটেকান, ওসিমেরটিনিব, ডুরভালুমাবের মতো অ্যান্টি ক্যানসার ড্রাগের দাম কমছে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অনুপ্রিয়া পটেল জানান, ওষুধ প্রস্তুতকারকরা ইতিমধ্যেই এই তিনটি ওষুধের দাম কমিয়েছে। ন্যাশনাল ফার্মাসিউক্যাল প্রাইজিং অথারিটিকেও এই বিষয়ে অবগত করা হয়েছে।
- Related topics -
- স্বাস্থ্য
- ওষুধ
- ক্যান্সার
- ক্যান্সার রোগী
- লাইফস্টাইল
- ভারত
- দেশ

