GST | ২৮ শতাংশের বদলে ৩৫ শতাংশ GST বসানোর প্রস্তাব! বাড়বে সিগারেট কোল্ড ড্রিঙ্কসের দাম?

Tuesday, December 3 2024, 7:42 am
highlightKey Highlights

বর্তমানে এইসব পণ্যের উপর ২৮ শতাংশ GST লাগু রয়েছে। তবে সেই পরিমাণ বাড়িয়ে ৩৫ শতাংশ করার প্রস্তাব দিল মন্ত্রিগোষ্ঠী।


একধাক্কায় দাম বাড়তে চলেছে সিগারেট, তামাকজাত অন্যান্য দ্রব্য এমনকী কোল্ড ড্রিঙ্কসের। বর্তমানে এইসব পণ্যের উপর ২৮ শতাংশ GST লাগু রয়েছে। তবে সেই পরিমাণ বাড়িয়ে ৩৫ শতাংশ করার প্রস্তাব দিল মন্ত্রিগোষ্ঠী। যদিও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আগামী ২১ ডিসেম্বর GST কাউন্সিলের বৈঠকে। বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরির নেতৃত্বে আয়োজিত কেন্দ্রের মন্ত্রিগোষ্ঠীর বৈঠকে যে সব পণ্যে শারীরিক ও মানসিক ক্ষতি হয় সেই পণ্যের GST বাড়িয়ে অন্যান্য প্রয়োজনীয় পণ্যের GST কমানোর কথা উঠে আসে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File