Milk-Liquor Price | রাজ্যে বাড়ছে দুধের-মদের দাম! নতুন বছরের আগেই কার্যকর নতুন অতিরিক্ত আবগারি শুল্ক!
Tuesday, November 11 2025, 7:31 am
Key Highlightsরাজ্যের আবগারি দফতর সূত্রে খবর, ১লা ডিসেম্বর ২০২৫ থেকে নতুন অতিরিক্ত আবগারি শুল্ক কার্যকর হতে চলেছে।
নতুন বছর শুরুর আগেই বাচ্চা থেকে বড় সকলের পানীয়ের দামেই মূল্যবৃদ্ধির আঁচ। অর্থাৎ দাম বাড়ছে দুধের ও মদের। আগে দুধের দাম ১টাকা, ২টাকা করে বাড়লেও এবার এক ধাক্কায় তা বাড়ল ৪ টাকা। রাজ্যের আবগারি দফতর সূত্রে খবর, ১লা ডিসেম্বর ২০২৫ থেকে নতুন অতিরিক্ত আবগারি শুল্ক কার্যকর হতে চলেছে। ফলে ৩০ নভেম্বরের আগে পুরনো স্টক খালি করে ফেলতে হবে রাজ্যের সমস্ত উৎপাদক, ডিস্ট্রিবিউটর ও হোলসেল বিক্রেতাদের। যে সকল স্টক নির্দিষ্ট সময়ের মধ্যে বিক্রি হবে না, সেগুলির উপরেও প্রযোজ্য হবে নতুন দাম।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- পশ্চিমবঙ্গ সরকার
- ব্যবসা বাণিজ্য
- ব্যবসায়ী
- মূল্যবৃদ্ধি
- দুধ

