LPG | এক ধাক্কায় গৃহস্থালির রান্নার গ্যাসের দাম বাড়লো ৫০ টাকা! ছাড় নেই উজ্জ্বলা যোজনার উপভোক্তাদেরও!

Monday, April 7 2025, 11:54 am
highlightKey Highlights

কেন্দ্রের পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী ঘোষণা করেন, গৃহস্থালির রান্নার গ্যাসের দাম ৫০ টাকা করে বাড়ছে।


বাড়লো রান্নার গ্যাসের দাম! সোমবার কেন্দ্রের পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী ঘোষণা করেন, গৃহস্থালির রান্নার গ্যাসের দাম ৫০ টাকা করে বাড়ছে। উজ্জ্বলা যোজনার উপভোক্তা এবং যাঁরা নন, সবার জন্যই একই অঙ্কের দাম বাড়ছে। উজ্জ্বলা যোজনার উপভোক্তাদের এতদিন ৫০০ টাকা করে এলপিজি কিনতে হতো, এ বার সেক্ষেত্রে খরচ হবে ৫৫০ টাকা। এদিকে যারা উজ্জ্বলা যোজনার উপভোক্তা নন, তাদের কলকাতায় রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ৮২৯ টাকা পড়তো, এবার তা বেড়ে হল ৮৭৯ টাকা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File