দেশ

Manipur | মণিপুরে রাষ্ট্রপতি শাসনের মেয়াদ বাড়ল আরও ৬ মাস! অমিত শাহের প্রস্তাবে অনুমোদন!

Manipur | মণিপুরে রাষ্ট্রপতি শাসনের মেয়াদ বাড়ল আরও ৬ মাস! অমিত শাহের প্রস্তাবে অনুমোদন!
Key Highlights

মণিপুরে যানষ্ট্রপতি শাসনের মেয়াদ বাড়ল আরও ৬ মাস! ১৩ অগস্ট থেকে তা কার্যকর হবে বলে খবর।

মণিপুরে রাষ্ট্রপতি শাসনের মেয়াদ বাড়ল আরও ৬ মাস! রাজ্যসভায় এই প্রস্তাব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পেশ করার পর তাতে সাংসদরা অনুমোদন দেন। ১৩ অগস্ট থেকে তা কার্যকর হবে বলে খবর। উল্লেখ্য, ২০২৩ সালের মে মাস থেকে মেইতেই এবং কুকি জনজাতির সংঘর্ষে উত্তপ্ত মণিপুর। এখনও পর্যন্ত দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত হয়েছেন ২৫০ জন। গৃহহীন হয়ে পড়েন অন্তত ৬০ হাজার মানুষ। এরপর গোষ্ঠী সংঘর্ষের জেরে গত ১৩ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী এন বীরেন সিং পদত্যাগ করেন। তারপর থেকেই মণিপুরে জারি হয় রাষ্ট্রপতি শাসন।