Draupadi Murmu | রাজ্যে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, যান চলাচলে নজরদারি কলকাতা ট্রাফিক পুলিশের

চলতি মাসেই দু’দিনের সফরে রাজ্যে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতির সফরের কারণে কলকাতায় বেশ কিছু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
আগামী ৩০ ও ৩১ জুলাই নদিয়া ও কলকাতায় কিছু অনুষ্ঠানে যোগদানের জন্যেই রাজ্যে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আগামী ৩০ জুলাই বিকেল ৪:৩০ থেকে রাত ৯টা পর্যন্ত সিঁথি রোড, বিটি রোড, টালা ব্রিজ, বিধান সরণি, শ্যামবাজার পাঁচ মাথা মোড়, ভূপেন বোস অ্যাভিনিউ, লালবাজার স্ট্রিট, বিবাদী বাগ, ওল্ড কোর্ট হাউস স্ট্রিট, আর আর এভিনিউ সহ একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। ১ জুলাই সকাল ৮:৩০ থেকে দুপুর ১টা পর্যন্ত মা ফ্লাইওভার, ইএম বাইপাস, হিডকো ক্রসিং, দুর্গাপুর ব্রিজ সহ একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ হবে।