IMA | সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করেই মডার্ন মেডিসিন প্রেসক্রাইব? ‘মিক্সোপ্যাথি’ নিয়ে সতর্ক করলো IMA

Sunday, January 19 2025, 12:45 pm
highlightKey Highlights

মিক্সোপ্যাথি' নিয়ে সতর্ক করলো ইন্ডিয়ান মেডিক্যাল অ্য়াসোসিয়েশন (IMA)


মিক্সোপ্যাথি' নিয়ে সতর্ক করলো ইন্ডিয়ান মেডিক্যাল অ্য়াসোসিয়েশন (IMA)। দেরাদুনের আয়োজিত একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে IMAর নবনির্বাচিত সভাপতি ডা. দিলীপ ভানুশালী বলেন, 'মিক্সোপ্যাথি একটা ভয়ঙ্কর জিনিস। যেখানে সুপ্রিম কোর্টের নির্দেশিকা রয়েছে, তা উপেক্ষা করেই প্রায় ৮০ শতাংশ বিকল্প ক্ষেত্রের চিকিৎসকরা মডার্ন মেডিসিন প্রেসক্রাইব করছেন।' চিকিৎসকদের বক্তব্য, যাঁদের আধুনিক চিকিৎসা এবং মডার্ন মেডিসিন সম্পর্কে কোনও জ্ঞান নেই, তাঁরা হয়তো এমন কোনও চিকিৎসার পরামর্শ দিয়ে বসেন, যাতে আদতে রোগীর ক্ষতি হতে পারে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File