Preeti Sudan । ইউপিএসসি প্রধানের পদে ১৯৮৩ ব্যাচের আইএএস অফিসার! ইউপিএসসি চেয়ারপর্সনের দায়িত্ব সামলাবেন প্রীতি সুদান

Wednesday, July 31 2024, 9:08 am
Preeti Sudan । ইউপিএসসি প্রধানের পদে ১৯৮৩ ব্যাচের আইএএস অফিসার! ইউপিএসসি চেয়ারপর্সনের দায়িত্ব সামলাবেন প্রীতি সুদান
highlightKey Highlights

ইউপিএসসি প্রধানের পদে বসতে চলেছেন প্রীতি সুদান। প্রধানের পদ থেকে পদত্যাগ করেছিলেন মনোজ সোনি।


 ইউপিএসসি প্রধানের পদে বসতে চলেছেন প্রীতি সুদান। প্রধানের পদ থেকে পদত্যাগ করেছিলেন মনোজ সোনি। তাঁর জায়গায় ১লা অগাস্ট থেকে ইউপিএসসি চেয়ারপর্সন করা হচ্ছে ১৯৮৩ ব্যাচের আইএএস অফিসার প্রীতি সুদানকে। তিনি ২০২৫ সালের ২৯ এপ্রিল পর্যন্ত এই পদে বহল থাকবেন। এর আগে তিনি কেন্দ্রীয় স্বাস্থ্য সচিবের পদে দায়িত্ব সামলেছিলেন। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানের পদে থাকা মনোজ সোনির কার্যকালের মেয়াদের পাঁচ বছর বাকি থাকতেই তিনি পদত্যাগ করেন। যদিও তাঁর পদত্যাগ ঘিরে জোর জল্পনা চলেছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File