Prashant Kishor | কাকভোরে গ্রেফতার প্রশান্ত কিশোর! অনশনমঞ্চ থেকেই তাঁকে সোজা হাসপাতালে নিয়ে যায় বিহার পুলিশ
Monday, January 6 2025, 6:49 am
Key Highlights
সোমবার কাকভোরে গ্রেফতার করা হলো সুরজ পার্টির প্রধান প্রশান্ত কিশোরকে।
সোমবার কাকভোরে গ্রেফতার করা হলো সুরজ পার্টির প্রধান প্রশান্ত কিশোরকে। পাশাপাশি আরও বেশ কয়েকজন আন্দোলনকারীকেও আটক করেছে পুলিশ। পাটনায় গান্ধী ময়দানে প্রশান্ত কিশোরের অনশনমঞ্চ থেকেই তাঁকে সোজা এইমস হাসপাতালে নিয়ে যায় বিহার পুলিশ। উল্লেখ্য, বিহার পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় প্রশ্নফাঁস ও ব্যাপক কারচুপির অভিযোগে এবং পরীক্ষা বাতিলের দাবিতে গত ২ জানুয়ারি থেকে পাটনার গান্ধী ময়দানে আমরণ অনশনে বসেন জন সুরাজ পার্টির প্রধান প্রশান্ত কিশোর।