খেলাধুলা

Paralympic 2024 | প্যারালিম্পিক্স শুরু হওয়ার আগেই ধাক্কা খেলো ভারত! নিয়ম ভাঙার জন্য সাসপেন্ড করা হলো প্রমোদ ভগতকে

Paralympic 2024 | প্যারালিম্পিক্স শুরু হওয়ার আগেই ধাক্কা খেলো ভারত! নিয়ম ভাঙার জন্য সাসপেন্ড করা হলো প্রমোদ ভগতকে
Key Highlights

অ্যান্টি ডোপিং নিয়ম ভাঙার জন্য ভারতের প্রমোদ ভগতকে সাসপেন্ড করল আন্তর্জাতিক ক্রীড়া আদালত।

প্যারিস অলিম্পিকে খুব ভালো ফল করেনি ভারত। ১১৭ জন অ্যাথলিট পাঠিয়ে পদ এসেছে মাত্র ৭টি। অলিম্পিক্সের ব্যর্থতা কাটতে না কাটতে প্যারালিম্পিক্সেও ধাক্কা খেলো দেশ। প্যারিসে ২৮ অগস্ট থেকে শুরু হচ্ছে প্যারালিম্পিক্স। তার আগেই অ্যান্টি ডোপিং নিয়ম ভাঙার জন্য ভারতের প্রমোদ ভগতকে সাসপেন্ড করল আন্তর্জাতিক ক্রীড়া আদালত। ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন তাঁর সাসপেনশনের খবর জানায়। ১৮ মাসের জন্য তিনি কোর্টে নামতে পারবেন না, যার ফলে প্যারালিম্পিক্সে তিনি খেলতে পারবেন না।