সিট-এর ভূমিকা নিয়ে হাই কোর্টের দ্বারস্থ হল ভোট পরবর্তী হিংসার মামলাকারীরা
Monday, August 30 2021, 3:18 pm

হাই কোর্টের নির্দেশের পরে ভোট পরবর্তী হিংসা মামলায় তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। বিশেষ তদন্তকারী দল সিটের বর্তমান পরিস্থিতি কি সেই প্রশ্ন তুলে ফের মামলাকারীরা হাই কোর্টের দ্বারস্থ হতে চলেছেন। এই প্রসঙ্গে মামলাকারীদের একাংশের বক্তব্য, হাই কোর্টের নির্দেশের পরেই সিবিআই তৎপর হয়েছে । তারা জেলায় জেলায় গিয়ে তদন্ত শুরু করেছে। সিট অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ অভিযোগের ঘটনার তদন্ত করবে বলেই আদালত নির্দেশ দিয়েছিল । কিন্তু এখনও পর্যন্ত সিট-এর তরফ থেকে কোনও বিজ্ঞপ্তি জারি করা হয়নি। তাই কার নজরদারিতে তদন্ত হবে সেটি এখনও চূড়ান্ত হয়নি। এই অভিযোগ তুলে হাই কোর্টে আবেদন করতে চলেছেন তাঁরা।
- Related topics -
- রাজ্য
- হাইকোর্ট
- কলকাতা হাইকোর্ট
- ভোট পরবর্তী হিংসা