Cristiano Ronaldo । ৩৯ এও অপ্রতিরোধ্য সি আর সেভেন! পোল্যান্ডের বিরুদ্ধে জোড়া গোলে ম্যাচ জেতালেন পর্তুগালকে

Saturday, November 16 2024, 1:34 pm
Cristiano Ronaldo । ৩৯ এও অপ্রতিরোধ্য সি আর সেভেন! পোল্যান্ডের বিরুদ্ধে জোড়া গোলে ম্যাচ জেতালেন পর্তুগালকে
highlightKey Highlights

গতকাল পোল্যান্ডকে ৫:১ গোলে হারিয়ে নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে পৌছালো পর্তুগাল। ম্যাচের ৮৭ মিনিটে শরীর ছুড়ে বাইসাইকেল কিকে গোল করেন বছর ৩৯ এর সিআরসেভেন।


গতকাল পোল্যান্ডকে ৫:১ গোলে হারিয়ে নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে পৌছালো পর্তুগাল। আর এই ম্যাচেই নিজের ম্যাজিক দেখালেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ম্যাচের ৮৭ মিনিটে শরীর ছুড়ে বাইসাইকেল কিকে গোল করেন বছর ৩৯ এর সিআরসেভেন। এই গোলেই পুরনো রোনাল্ডোকে খুঁজে পেলেন ভক্তরা। ম্যাচে আরও একটি গোল করেন পর্তুগিজ তারকা। এদিনকার ম্যাচ জয় রোনাল্ডোর আন্তর্জাতিক কেরিয়ারের ১৩২তম জয়। এর আগে এই রেকর্ড ছিল ১৩১টি ম্যাচ জেতা স্পেনের সের্জিও র‌্যামোসের কাছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File