Portugal | প্রথবার বিশ্বকাপ হাতে তুললো পর্তুগালের ছেলেরা, আশাবাদী রোনাল্ডো
Friday, November 28 2025, 6:35 am
Key Highlightsটাইব্রেকারে জিতে ফাইনালের টিকিট মেলে মাতেউস মিদেদের। তারপর অস্ট্রিয়াকে হারিয়ে বিশ্বজয়।
অনূর্ধ্ব ১৭ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের পর এবার অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ ঘরে তুললো পর্তুগাল। প্রথবার বিশ্বজয়ের স্বাদ পেলো পর্তুগালবাসী। বিশ্বকাপে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে নর্থ ক্যালিডোনিয়াকে ৬:১ গোলে হারায় তাঁরা। পরের ম্যাচে মরক্কোর বিরুদ্ধে ৬:০ জয়। নকআউট পর্ব থেকে একেবারে অপ্রতিরোধ্য হয়ে ওঠে পর্তুগালের জুনিয়র ব্রিগেড। প্রথমে বেলজিয়াম তারপর মেক্সিকোকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে বের্নার্ডো লিমারা। টাইব্রেকারে ফাইনালে উঠে অস্ট্রিয়াকে হারিয়ে বিশ্বজয়। বিশ্বচ্যাম্পিয়নদের শুভেচ্ছা জানিয়েছেন সিআর সেভেন।

