পর্নফিল্ম কাণ্ডে সহযোগী-সহ রাজ কুন্দ্রাকে গ্রেফতার করল মুম্বাই পুলিশ

Wednesday, July 28 2021, 11:44 am
পর্নফিল্ম কাণ্ডে সহযোগী-সহ রাজ কুন্দ্রাকে গ্রেফতার করল মুম্বাই পুলিশ
highlightKey Highlights

প্রশাসনের এক উপরমহলের অফিসার পুলিশকে জানিয়েছেন, মডেল-অভিনেত্রী সাগরিকা সোনা সুমনকে ওয়েব সিরিজে অভিনয়ের সুযোগ দেওয়ার মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে তাঁকে পর্ন ছবিতে কাজ করতে বাধ্য করা হয়েছিল। এই অভিযোগে শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে গত ৪ঠা ফেব্রুয়ারী, ২০২১ মামলা নথিভুক্ত হয়। মুম্বাই পুলিশের মতে, এই ঘটনায় রাজ কুন্দ্রাই ‘মূল ষড়যন্ত্রকারী’ এবং তাঁর বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ রয়েছে। রাজ কুন্দ্রা-সহ তাঁর এক সহযোগী উমেশ কমাতজিকে মুম্বাই পুলিশ গ্রেফতার করেছে এবং তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি এবং প্রযুক্তি আইন অনুযায়ী ধারা ৪২০ (প্রতারণা), ২৯২ এবং ২৯৩ (অশ্লীল ছবি ও অশালীন বিজ্ঞাপন তৈরি এবং তা দেখানো) অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File