Rahat Fateh Ali Khan | দুবাইতে গ্রেফতার জনপ্রিয় গায়ক রাহাত ফতেহ আলি খান?

Monday, July 22 2024, 2:09 pm
Rahat Fateh Ali Khan | দুবাইতে গ্রেফতার জনপ্রিয় গায়ক রাহাত ফতেহ আলি খান?
highlightKey Highlights

পাকিস্তানি গায়ক রাহাতকে দুবাই বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে। তবে, এক্স-এ রাহাতের টিম একটি পোস্ট করেছেন, জানান, ‘রাহাত ফতেহ আলি খানকে গ্রেফতারের বিষয়ে প্রচারিত খবর ভুয়ো এবং ভিত্তিহীন।’


গ্রেফতার জনপ্রিয় গায়ক রাহাত ফতেহ আলি খান। জানা গিয়েছে, পাকিস্তানি গায়ক রাহাতকে দুবাই বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে। সূত্রের খবর, তাঁর বিরুদ্ধে মামলা করেছেন তাঁরই সাবেক ম্যানেজার সলমন আহমেদ। একাধিক অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়ে রাহাত তাঁর সাবেক ম্যানেজারের সঙ্গে বিবাদে জড়ান। এরপর সলমন রাহাত ফতেহ আলি খানের বিরুদ্ধে দুবাই ও অন্যান্য শহরে আইনি মামলা করেন। তবে, এক্স-এ রাহাতের টিম একটি পোস্ট করেছেন, জানান, ‘রাহাত ফতেহ আলি খানকে গ্রেফতারের বিষয়ে প্রচারিত খবর ভুয়ো এবং ভিত্তিহীন।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File