Darshan Raval wedding | জীবনের সেকেন্ড ইনিংস শুরু, প্রিয় বন্ধুর সাথে গাঁটছড়া বাঁধলেন জনপ্রিয় গায়ক দর্শন রাভাল
Sunday, January 19 2025, 3:34 am

ভারতের জনপ্রিয় গায়ক দর্শন রাভাল সম্প্রতি তাঁর প্রিয় বন্ধু ধারাল সুরেলিয়ার সঙ্গে সাঁতপাকে বাঁধা পড়েছেন।
সম্প্রতি সাঁতপাকে বাঁধা পড়েছেন বলিউডের জনপ্রিয় গায়ক দর্শন রাভাল। নিজের প্রিয় বন্ধু ধারাল সুরেলিয়াকে বিয়ে করেছেন তিনি। নিজের এক্স হ্যান্ডেলে এই বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করে লিখেছেন “আমার সেরা বন্ধু চিরকাল।” গায়কের বিয়ের খবরে খুশি অনুরাগীরা। কমেন্ট বক্স ভরে যাচ্ছে অভিনন্দনবার্তায়। উল্লেখ্য, ২০১৪ সালে রিয়েলিটি শো ‘ইন্ডিয়াস র স্টার’এর মাধ্যমে দর্শন বলিউডে পদার্পন করেন। ‘প্রেম রতন ধন পায়ো’, ‘সনম তেরি কসম’, ‘তেরা সুরুর’ ইত্যাদি বেশ কয়েকটি সিনেমায় গান গেয়েছেন তিনি।