গোয়ায় সরকারি জায়গায় 'পর্ন' ভিডিয়ো শ্যুট করার অভিযোগে গ্রেফতার করা হল অভিনেত্রী পুনাম পান্ডেকে !
Thursday, November 5 2020, 1:38 pm

বেশ কয়েকদিন ধরেই অভিনেত্রী পুনাম পান্ডেকে নিয়ে নানা ধরণের কথা হচ্ছিল। অবশেষে গোয়া ফরওয়ার্ড পার্টির মহিলা শাখার অভিযোগে বৃহস্পতিবার তাঁকে গোয়ার কানাকোনা পুলিশ গ্রেফতার করে । এমনকি তাঁরা মুখ্যমন্ত্রী পদত্যাগও দাবি করেছিলেন। গোয়ার ছাপোলি ড্যামে 'পর্ন ভিডিয়ো' শ্যুট করেছেন তিনি। সেই জায়গাটি জলসম্পদ দফতরের নিয়ন্ত্রণাধীন। সাধারণত, এন্টারটেনমেন্ট সোসাইটি অফ গোয়া শুটিংয়ের জন্য দিয়ে থাকে। পুনাম তাঁর ভিডিওর একটি ক্লিপিং তাঁর ইনস্টাগ্রামে পোস্ট করতেই, তা নিমেষের মধ্যেই ভাইরাল হয়ে যায় ও অশান্তি চরম জায়গায় পৌঁছয়।
- Related topics -
- সেলিব্রিটি
- অভিনেত্রী
- গোয়া
- পুনাম পাণ্ডে
- ভারতীয়