খেলাধুলা

শিশুর চিকিৎসায় নিজের একমাত্র পদক নিলামে বিক্রি মারিয়ার, কি ঘটল শেষমেষ!

শিশুর চিকিৎসায় নিজের একমাত্র পদক নিলামে বিক্রি মারিয়ার, কি ঘটল শেষমেষ!
Key Highlights

সম্প্রতি টোকিও অলিম্পিক্স ২০২০ থেকে পোল্যান্ডের অ্যাথলিট মারিয়া আন্দ্রেজিক মেয়েদের জ্যাভেলিন থ্রোয়ে রুপোর পদক জয় করেছেন। কিন্তু পোল মিলোসজেক নামক এক শিশুপুত্রের হার্টের অস্ত্রোপচারের জন্য সেই পদকই তিনি ১ লক্ষ ২৫ হাজার ডলারের বিনিময়ে নিলামে তুলেছিলেন। ভারতীয় মুদ্রায় তা প্রায় ২ কোটি ৮৬ লক্ষ টাকা। পোল্যান্ডের একটি সুপারমার্কেট চেইন "জাবকা" সেই পদকটি কিনে নিয়েছিল। কিন্তু পরে সেই পদক মারিয়াকে ফিরিয়ে দেওয়া হয় এবং অস্ত্রোপচারের সম্পূর্ণ খরচ দিয়েছে এই সুপারমার্কেট সংস্থা।