Rimo Saha | পোলিও আটকাতে পারেনি সাফল্যকে, ভারতের প্রথম প্যারা সাঁতারু হিসেবে রেকর্ড রিমো সাহার!

এ বার ম্যান্ডেলার দেশে ভারতের নাম উজ্জ্বল করলেন প্যারা সাঁতারু রিমো সাহা। সাউথ আটলান্টিক মহাসাগরে ব্লোবার্গ থেকে রবেন আইল্যান্ড পর্যন্ত সাঁতরে চ্যানেল পার করলেন তিনি।
হাওড়ার সালকিয়ার বাসিন্দা ৩৩ বছরের রিমো সাহা। পোলিওর কারণে ডান পায়ের হাঁটুর তলা থেকে পায়ের পাতা পর্যন্ত অংশ সরু ও একটু ছোট। তবে প্রতিবন্ধকতা থামাতে পারেনি রিমোকে। দেশের হয়ে প্যারা কমনওয়েলথ গেমস, প্যারা এশিয়ান গেমস, প্যারা সাঁতার বিশ্ব মিট ইত্যাদি অজস্র ইভেন্টে পদক জিতেছেন তিনি। এবার রিমোর মুকুটে নতুন পালক। আড়াই লক্ষ টাকা ঋণ করে আফ্রিকা পাড়ি দিয়েছিলেন তিনি। সাউথ আটলান্টিক মহাসাগরে ব্লোবার্গ থেকে রবেন আইল্যান্ড পর্যন্ত সাঁতরে পার করে ভারতের প্রথম প্যারা সাঁতারু হিসেবে গড়লেন জাতীয় রেকর্ড।