জেলাব্রিটিশ কাউন্সিলের সাথে গাঁটছড়া বাঁধল কলকাতা পুলিশ
কলকাতা পুলিশের নয়া উদ্যোগ। এবার থেকে গোয়েন্দাগিরি, অস্ত্র পরিচালনা, কম্পিউটার, নতুন প্রযুক্তি শেখার পাঠ দেওয়ার পাশাপাশি ইংরেজির পাঠ দিতে চলেছে কলকাতা পুলিশ। অনেকের মনে প্রশ্ন উঠতেই পারে একজন সরকারি আধিকারিক হিসেবে চাকরি করতে গেলে ইংরেজির জ্ঞান থাকাটা আবশ্যিক; তাহলে আলাদাভাবে এরকম ট্রেনিং দেওয়ার কথা কেন ভাবা হচ্ছে। আজ দুপুরে ব্রিটিশ কাউন্সিলের এই পাঠ্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কলকাতা পুলিশ, ব্রিটিশ ডেপুটি হাইকমিশন এবং ব্রিটিশ কাউন্সিলের কর্তারা। বছরে প্রায় দেড় হাজার পুলিশ অফিসারকে এই প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য রয়েছে।