Bhangar | পুলিশের CCTV ভেঙে তান্ডব! ভেঙে আগুন জ্বালিয়ে দেওয়া হয় পুলিশের গাড়ি-বাইকে! ভাঙড়ে আক্রান্ত ৫ পুলিশ!

ওয়াকফ আইনের প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠেছে ভাঙড়। সকালে ওয়াকফ প্রতিবাদের নামে ISFর তরফ থেকে মিছিল বার করা হয়।
ওয়াকফ আইনের প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠেছে ভাঙড়। সকালে ওয়াকফ প্রতিবাদের নামে ISFর তরফ থেকে মিছিল বার করা হয়। তবে একটি মিছিল আটকে দেওয়া হয়। তার জন্য পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। দুপুরের পর হঠাৎ করেই ভাঙড়ের সোনপুর এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের গাড়িতে চলে বেপরোয়া ভাঙচুর। ভাঙচুর চলে বাইকেও। অভিযোগ, কলকাতা পুলিশের CCTV ভেঙে তাণ্ডব চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আক্রান্ত হয়েছেন পাঁচ পুলিশ কর্মী। এই মুহূর্তে পুলিশের বড় ফোর্স এলাকায় মোতায়েন করা রয়েছে, আটক করা হয়েছে কয়েকজনকে।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- ওয়াকফ বিল
- বিক্ষোভ
- কলকাতা পুলিশ
- পুলিশ
- রাজ্য পুলিশ