Pahalgam Attack | পহেলগাঁও হামলার জঙ্গিদের ধরতে সাধারণের সাহায্য চাইলো পুলিশ! খোঁজ দিলেই মিলবে ২০ লাখ টাকা!
Tuesday, May 13 2025, 7:29 am

এবার তিন জঙ্গির খোঁজে সাধারণের সাহায্য চেয়ে পোস্টারও ছাপালো পুলিশ।
পহেলগাঁও হামলার জবাব 'অপারেশন সিঁদুর' সফল হলেও এখনও অধরা পহেলগাঁও হামলার সঙ্গে যুক্ত জঙ্গিরা। তাদের নিকেশ করতে তল্লাশি অভিযান চালাচ্ছে সেনা। এবার তিন জঙ্গির খোঁজে সাধারণের সাহায্য চেয়ে পোস্টারও ছাপালো পুলিশ। জানা গিয়েছে, জম্মু কাশ্মীরের সোপিয়ানের বিভিন্ন জায়গায় এদিন পহেলগাঁও হামলায় যুক্ত তিন জঙ্গির ছবির পোস্টার লাগিয়েছে পুলিশ। তাতে বলা হয়েছে, এই জঙ্গিদের খোঁজ দিতে পারলে পুরস্কার দেওয়া হবে ২০ লাখ টাকা। এছাড়াও পুলিশ আশ্বাস দিয়ে জানিয়েছে, তথ্যদাতাদের পরিচয় একেবারেই গোপন রাখা হবে।
- Related topics -
- দেশ
- ভারত
- জম্মু-কাশ্মীর
- পহেলগাঁও জঙ্গি হামলা
- জঙ্গি
- পাক জঙ্গি
- জঙ্গি হামলা