শান্তিনিকেতন

Shantiniketan Poush Mela । ৫ বছর পর ফের হচ্ছে শান্তিনিকেতনের পৌষমেলা, কড়া সতর্কতা পুলিশের

Shantiniketan Poush Mela । ৫ বছর পর ফের হচ্ছে শান্তিনিকেতনের পৌষমেলা,  কড়া সতর্কতা পুলিশের
Key Highlights

ওয়ার্ল্ড হেরিটেজ শান্তিনিকেতনে পৌষমেলায় সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কড়া ব্যবস্থা পুলিশের।

২০১৯এর পর ২০২৪এর ডিসেম্বরে ফের শুরু হচ্ছে শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষমেলা। ২৪ থেকে ২৬ তারিখ অবধি চলবে মেলা। এর জেরে কড়া নিরাপত্তায় মুড়েছে মেলা প্রাঙ্গন এবং স্টেশন চত্বর। এবছর পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ২ থেকে ৩ হাজার পুলিশ এবং সিভিক ভলান্টিয়ার থাকছে। মেলার প্রতিটি গেটে যান নিয়ন্ত্রণের জন্য চলবে নজরদারি, আকাশপথে নজরদারির জন্য ড্রোন, ওয়াচ টাওয়ার। পুলিশের কন্ট্রোল রুম খোলা হয়েছে মেলা প্রাঙ্গণেই। মহিলাদের জন্যে থাকছে উইনার্স টিম ও বিশেষ পিঙ্ক মোবাইল ভ্যান।