SSC Teacher Protest | লাঠিচার্জের পর এবার মামলা! চাকরিহারা শিক্ষকদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করলো পুলিশ!

বুধবার কসবার ডিআই অফিসের সামনে বিক্ষোভ দেখতে গিয়ে পুলিশের কাছে মার খান চাকরিহারা শিক্ষকরা।
বুধবার কসবার ডিআই অফিসের সামনে বিক্ষোভ দেখতে গিয়ে পুলিশের কাছে মার খান চাকরিহারা শিক্ষকরা। অভিযোগ, বিক্ষোভকারী শিক্ষকদের ওপর লাঠিচার্জ করা হয়, চলে লাথি, ঘুষিও। এই ঘটনা নিয়ে গোটা রাজ্যে তীব্র নিন্দার ঝড় ওঠে প্রশাসন ও পুলিশের বিরুদ্ধে। কিন্তু এবার সেই শিক্ষকদের বিরুদ্ধেই স্বতঃপ্রণোদিত মামলা রুজু করলো পুলিশ। সূত্রে খবর, বুধবার কসবার ডিআই অফিসের তরফে অভিযোগ জানানো হয় কসবা থানায়। একটি মামলা পুলিশের তরফে করা হয়েছে ও অন্য মামলা ডিআই অফিসের দেওয়া অভিযোগের ভিত্তিতে হয়েছে।