Panagarh | গাড়ি রেষারেষিতেই নৃত্যশিল্পীর মৃত্যু? পানাগড়-কাণ্ডে ‘ইভটিজিং’য়ের দাবিকে ভিত্তিহীন বললেন নগরপাল!

Tuesday, February 25 2025, 6:10 am
highlightKey Highlights

পানাগড়ে নৃত্যশিল্পী তথা ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্ণধার সুতন্দ্রার মৃত্যুর ঘটনায় ইভটিজিং হয়নি বলে দাবি করল পুলিশ।


পানাগড়ে নৃত্যশিল্পী তথা ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্ণধার সুতন্দ্রার মৃত্যুর ঘটনায় ইভটিজিং হয়নি বলে দাবি করল পুলিশ। ‘ইভটিজিং’য়ের দাবিকে ভিত্তিহীন বলে আসানসোল দুর্গাপুরের নগরপাল সুনীল চৌধুরী দাবি করেন, তরুণীর গাড়িই নাকি ধাওয়া করছিল ‘ইভটিজার’দের সাদা রংয়ের ক্রেটা গাড়িটিকে। আর রেষারেষির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় তরুণীর গাড়ি। তিনি আরও বলেন, “তরুণীর গাড়িতে থাকা বাকিদের অভিযোগের ভিত্তিতেই এফআইআর দায়ের হয়েছে। অভিযোগকারীরা ইভটিজিংয়ের অভিযোগ করেননি।” পুলিশের এই দাবির পর উঠছে নানা প্রশ্ন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File