ATM জালিয়াতিকাণ্ডে অবশেষে সফল হলো গোয়েন্দা বিভাগ, গ্রেফতার ৪ অভিযুক্ত
Thursday, December 21 2023, 2:26 pm
Key Highlightsবেশ কিছুদিন ধরেই শহরজুড়ে এটিএম জালিয়াতি শুরু হয়েছিল। অভিনব উপায়ে এই জালিয়াতি দ্বন্দে ফেলেছিল তদন্তকারীদেরও। কিন্তু শেষ রক্ষা হল না, অবশেষে পুলিশের জালে ধরা পড়লো এটিএম জালিয়াতি কাণ্ডের চার অপরাধী। অভিযুক্তদের নাম মনোজ গুপ্তা (৪০), নবীন গুপ্তা (৩০), বিশ্বদ্বীপ রাউত, আবদুল সইফুল মণ্ডল। এদর মধ্যে দুই অপরাধী মনোজ ও নবীনের বাড়ি নয়াদিল্লির ফতেহপুর বেরি এলাকায়। এবং অপর দুই ধৃতকে কলকাতা থেকে পুলিশ হেফাজতে চেয়ে আদালতে পেশ করা হয়েছে।