পর্দা ফাঁস ভুয়ো আধার কার্ড চক্রের! ভুয়ো শিবির থেকে গ্রেফতার ৩ অভিযুক্ত
Monday, August 9 2021, 3:42 pm
Key Highlightsদক্ষিণ দিনাজপুর জেলায় পর্দা ফাঁস হল ভুয়ো আধার কার্ড চক্রের। গোপন সূত্রে খবর পেয়ে গত রবিবার বংশীহারি ব্লকের গাংগুরিয়া এলাকায় হানা দেয় বংশীহারী থানার পুলিশ। উপযুক্ত নথিপত্র দেখাতে না পারায় সেখান থেকে তিন যুবককে গ্রেফতার করে পুলিশ। ওই তিন ধৃতরা হলেন ইজাজ আহমেদ(২৩), রাকেশ সরকার (২৪), ইজাজ আহমেদ (২২)। স্থানীয়রা পুলিশকে এই প্রসঙ্গে জানিয়েছে অভিযুক্তরা ৪৫০ টাকার বিনিময়ে এই কাজ করতো।
- Related topics -
- ক্রাইম
- ভুয়ো আধারকার্ড
- বংশীহারি
- গ্রেফতার

