Sonam Wangchuk | লাদাখ ‘গণবিক্ষোভে’ উসকানির অভিযোগে সোনম ওয়াংচুককে গ্রেপ্তার করল পুলিশ!

লাদাখে ‘গণবিক্ষোভে’র ২ দিন পর শুক্রবার আন্দোলনের প্রধান মুখ জলবায়ুকর্মী সোনম ওয়াংচুককে গ্রেপ্তার করল পুলিশ।
পৃথক রাজ্যের মর্যাদা সহ একাধিক দাবিতে ‘গণবিক্ষোভ’ শুরু হয়েছে লাদাখে। বৃহস্পতিবারই স্বরাষ্ট্রমন্ত্রক একটি বিবৃতিতে জানিয়েছিল, ‘বহু নেতা সোনমকে অনশন প্রত্যাহারের আহ্বান জানালেও তিনি তা শোনেননি। আরব বসন্তের কায়দায় বিক্ষোভে উসকানি দিয়ে গিয়েছেন। শুধু তাই নয়, নেপালের জেন জি আন্দোলনের উল্লেখ করে জনগণকে বিভ্রান্ত করেছেন।’ আজ শুক্রবার আন্দোলনকারীদের উসকানি দেওয়ার অভিযোগে আন্দোলনের প্রধান মুখ জলবায়ুকর্মী সোনম ওয়াংচুককে গ্রেপ্তার করল পুলিশ। সূত্রের খবর, জাতীয় নিরাপত্তা আইনে তাঁর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।
- Related topics -
- দেশ
- লাদাখ
- বিক্ষোভ
- অনশন
- গ্রেফতার
- সোনম ওয়াংচুক
- পুলিশ প্রশাসন