জালনোটের কারবারি ধরতে গিয়ে 'আক্রান্ত' পুলিশ, ওসি-সহ মোট ৩ জন আহত
Saturday, October 16 2021, 4:26 pm
Key Highlightsজালনোটের কারবারিকে ধরতে গিয়ে বিপত্তি ঘটল। মালদহে 'হামলা'র মুখে পড়ল পুলিশ। থানার ওসি-সহ ২ আধিকারিক আহত হলেন। সিভিক ভলান্টিয়ারও রেহাই পেলেন না। আহতেরা স্থানীয় হাসপাতালে ভর্তি। এই হামলার জেরে আটক করা হয়েছে মোট ৫ জনকে। বাংলাদেশের সীমানা লাগোয়া জেলা মালদহে জালনোটের কারবারিদের দৌরাত্ম্য যথেষ্টই। কয়েক মাস আগে কালিয়াচকে ৪ লক্ষ টাকা জালনোট-সহ ধরা পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্র! অতিরিক্ত পুলিশ সুপার আনিস সরকার জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে বৈষ্ণবনগরের বাখরাবাদ পঞ্চায়েতের দৌলতপুরে অভিযান চালান স্থানীয় কুম্ভিরা ফাঁড়ির ওসি তানবীর আজাদ হাবিব। সঙ্গে ছিলেন এএসআই সমীর কুমার সিনহা ও সিভিক ভলান্টিয়ার চয়ন সিং। জালনোটের এক কারবারিকে ধরেও ফেলেন তাঁরা।