পরিবহন

রেলযাত্রা আরও সহজ হচ্ছে, হোয়াটসঅ্যাপেই মিলবে পিএনআর স্টেটাস-সহ সমস্ত খুঁটিনাটি তথ্য।

রেলযাত্রা আরও সহজ হচ্ছে, হোয়াটসঅ্যাপেই মিলবে পিএনআর স্টেটাস-সহ সমস্ত খুঁটিনাটি তথ্য।
Key Highlights

এবার এক হোয়াটসঅ্যাপেই মিলবে যাত্রা সংক্রান্ত সমস্ত তথ্য। মুম্বইয়ের এক সংস্থার অ্যাপ রেলোফাই এই সুবিধা দিচ্ছে। লকডাউন আর করোনার প্রভাবে টানা বন্ধ ছিল রেলযাত্রা। আনলক পর্যায়ের হাত ধরে গড়িয়েছে রেলের চাকা। কিন্তু এই যাত্রায় একাধিক নিষেধাজ্ঞা চেপেছে যাত্রীদের উপর। খুব বেশিক্ষণ স্টেশনে অপেক্ষা করাও এখন সমস্যার।ট্রেনের পিএনআর স্টেটাস এবং যাবতীয় আপডেট পাওয়া এতদিন ছিল বেশ সময়সাপেক্ষ। এবার তা সহজ করতে উদ্যোগ নিয়েছে মুম্বই-এর সংস্থা ‘রেলোফাই’। তাঁদের উদ্যোগে রেলযাত্রীরা এবার হোয়াটসঅ্যাপেই পেয়ে যাবেন রিয়েল-টাইম পিএনআর স্টেটাস। পাশাপাশি, জানতে পারবেন যাত্রাপথ সংক্রান্ত সমস্ত তথ্য, মিলবে ট্রেনের লাইভ স্টেটাস, স্টেশন সংক্রান্ত তথ্যও।