Narendra Modi | প্রধানমন্ত্রী হিসাবে সবচেয়ে লম্বা ভাষণ দেওয়া রেকর্ড গড়লেন নরেন্দ্র মোদী!
Sunday, August 17 2025, 3:19 pm

লালকেল্লার ভাষণে বরাবরই বিস্তারিত দিশানির্দেশ দিয়ে থাকেন প্রধানমন্ত্রী। তাই তাঁর ভাষণও হয় দীর্ঘ।
প্রধানমন্ত্রী হিসাবে জওহরলাল নেহরু লালকেল্লায় সবচেয়ে বেশিবার ভাষণ দিয়েছেন। মোট ১৭ বার ভাষণ দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী মোট ১৬ বার লালকেল্লায় ভাষণ দেন। ২০১৪ থেকে এবছর অবধি ১২ বার লালকেল্লায় ভাষণ দিলেন নরেন্দ্র মোদি। সবচেয়ে বেশিবার ভাষণ দেওয়া প্রধানমন্ত্রীদের নিরিখে মোদি তৃতীয়। এদিকে মোদির ১২ বারের ভাষণের সময়সীমা ১ হাজার ৩০ মিনিট! যেখানে ইন্দিরা গান্ধী বলেছেন ৫০৪ মিনিট, নেহরু বলেছেন মাত্র ৪০০ মিনিট, মনমোহন সিং ১০ বারে বলেছেন ৪১৭ মিনিট। ভাষণের দীর্ঘতায় শীর্ষে রয়েছেন মোদীই।
- Related topics -
- দেশ
- প্রধানমন্ত্রী
- নরেন্দ্র মোদি
- ইন্দিরা গান্ধী
- স্বাধীনতা দিবস
- ভারত