PM Modi-Donald Trump | গাজ়া শান্তি চুক্তিতে ট্রাম্পের ভূমিকাকে স্বাগত প্রধানমন্ত্রী মোদীর, প্রশংসা নেতানিয়াহুরও

দু’পক্ষের সমঝোতায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার সকালে এই কৃতিত্বের জন্য ট্রাম্পকে সাধুবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
হামাস ও ইজ়রায়েল সমঝোতায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার সকালে এই কৃতিত্বের জন্য ট্রাম্পকে সাধুবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ দিন এক্স হ্যান্ডলে মোদী লেখেন, ‘আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তি চুক্তির প্রথম পর্যায়কে স্বাগত জানাই। এটি নেতানিয়াহুরও দৃঢ় নেতৃত্বের প্রতিফলন।’ গাজ়ায় শান্তি প্রতিষ্ঠার আশা প্রকাশ করে মোদী বলেন, ‘গাজ়ার জনগণকে মানবিক সহায়তা প্রদান ও পণবন্দিদের মুক্তি স্থায়ী শান্তির পথ প্রশস্ত করবে বলে আমি মনে করি।’