Chenab Bridge | বিশ্বের উচ্চতম রেলওয়ে ব্রিজ চেনাবের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী! বার্তা দিলেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই নিয়েও!
Friday, June 6 2025, 7:17 am
Key Highlightsআজ, ৬ জুন চেনাব রেল ব্রিজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, চেনাব রেল ব্রিজ বিশ্বের উচ্চতম রেলওয়ে ব্রিজ।
পহেলগাঁও হামলার পর প্রথমবার কাশ্মীর গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে আজ, ৬ জুন চেনাব রেল ব্রিজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, চেনাব রেল ব্রিজ বিশ্বের উচ্চতম রেলওয়ে ব্রিজ। এটির উচ্চতা আইফেল টাওয়ারের থেকেও বেশি। ২৭২ কিলোমিটার দীর্ঘ এই রেল ব্রিজ জুড়েছে উধমপুর, শ্রীনগর, বারামুল্লাকে। এদিকে কাশ্মীর সফরে এসে প্রধানমন্ত্রী যেমন উপত্যকায় উন্নয়নের বার্তা দিচ্ছেন, একইসঙ্গে সন্ত্রাসবাদে দিয়ে ভারতকে খণ্ড বিখণ্ড করা বা দমিয়ে রাখা যাবে না, সেই বার্তাও দিচ্ছেন।
- Related topics -
- দেশ
- ভারত
- ভারতীয় রেল
- রেলওয়ে বোর্ড
- রেল মন্ত্রক
- নরেন্দ্র মোদি
- জম্মু-কাশ্মীর
- জঙ্গি হামলা
- পহেলগাঁও জঙ্গি হামলা

