Dalai Lama | ‘ভালোবাসা এবং ধৈর্যের প্রতীক’ -জন্মদিনে দলাই লামাকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
Sunday, July 6 2025, 1:46 pm
Key Highlightsতিব্বতের বৌদ্ধ ধর্মাবলম্বীদের আধ্যাত্মিক গুরু ৯০ বছরে পা দিলেন। জন্মদিনে দলাই লামাকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আজ ১৪তম দলাই দামা তেনজিন গিয়াতসোর জন্মদিন। রবিবার একটি তাঁকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী মোদী লিখলেন, ‘১৪০ কোটি ভারতীয়র মতো আমিও দলাই লামাকে তাঁর ৯০তম জন্মদিনে শুভেচ্ছা জানাচ্ছি। তিনি প্রেম, করুণা, ধৈর্য এবং নৈতিক শৃঙ্খলার এক চিরন্তন প্রতীক। তাঁর বার্তা সমস্ত ধর্মের মানুষের মধ্যে শ্রদ্ধা জাগায়। আমরা তাঁর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি।’ মোদী সহ শুভাকাঙ্খীদের ধন্যবাদ জানিয়ে দলাই লামা বলেন, ‘ভালো মন এবং সকলের প্রতি সহানুভূতিশীল হয়ে মানসিক শান্তির উপর জোর দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
- Related topics -
- দেশ
- দলাই লামা
- জন্মদিন
- নরেন্দ্র মোদি
- প্রধানমন্ত্রী
- তিব্বত

