ভিডিও গেম খেললে অকেজো নয় বরং ভালো হচ্ছে "মেন্টাল হেলথ", দাবি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক দলের !

Wednesday, February 24 2021, 8:39 am
highlightKey Highlights

বিশ্বমারীর জন্য বহু মানুষ ঘরবন্দি হয়েছে, তাঁদের মনোরঞ্জনের জন্য ওটিটি প্লাটফরমের পাশাপাশি ভিডিও গেম খেলার প্রবণতা বেড়েছে। অনেকের ধারণা ভিডিও গেম খেললে মস্তিষ্ক খুব বেশিদিন ভালোভাবে কাজ করে না। কিন্তু, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক Plants vs Zombies: Battle for Neighborville এবং Animal Crossing: New Horizons নামে ২ টি গেম নিয়ে প্রশ্নোত্তর পর্ব করে তাঁরা জানিয়েছেন যে, ক্ষণিক সময়ের জন্য হলেও যদি মনোযোগ সহকারে ভিডিও গেম খেলা হয়, তাহলে ভালো থাকবে 'মেন্টাল হেলথ'।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File