USA-Indian Migrants | ‘অনুপ্রবেশকারী’ হঠাও নীতিতে জোর! আমেরিকা থেকে রওনা দিলো ভারতীয় অভিবাসী বোঝাই বিমান
ভারতীয় অভিবাসী বোঝাই মার্কিন সামরিক বিমান সি১৭ ইতিমধ্যেই রওনা দিয়েছে। ২৪ ঘণ্টার মধ্যেই সেই বিমান ভারতে পৌঁছে যাবে।
মার্কিন প্রেসিডেন্টের ক্ষমতায় ফিরেই ‘অনুপ্রবেশকারী’ হঠাও নীতিতে জোর দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যার ফলে ভারতীয় অভিবাসীদের দেশে ফেরাচ্ছে আমেরিকা। জানা গিয়েছে, ভারতীয় অভিবাসী বোঝাই মার্কিন সামরিক বিমান সি১৭ ইতিমধ্যেই রওনা দিয়েছে। ২৪ ঘণ্টার মধ্যেই সেই বিমান ভারতে পৌঁছে যাবে। সূত্রের খবর, আমেরিকায় থাকা অন্তত ১৮ হাজার ভারতীয়কে ‘অনুপ্রবেশকারী’ হিসাবে চিহ্নিত করেছে প্রশাসন। তাদেরই দেশে ফেরাতে তৎপর ট্রাম্প সরকার। পাশাপাশি জানা গিয়েছে,এখনও পর্যন্ত ছটি বিমানে করে আমেরিকা থেকে বের করা হয়েছে অভিবাসীদের।