দিল্লি হাইকোর্টে জনস্বার্থ মামলা, দাবি ফোনের করোনা সচেতনতা কলার টিউন সরানো
Thursday, January 7 2021, 12:19 pm
Key Highlightsকরোনা সাধারণ মানুষকে যতটা না অতিষ্ঠ করে তুলেছে, তার থেকে কিছু কম করছে না করোনা সচেতনতা সংক্রান্ত কলার টিউন। অমিতাভ বচ্চন আমাদের যতই প্রিয় হন, দরকারি ফোন করার সময় তাঁর মেঘমন্দ্র গলায় মিনিট দেড়েকের ওই কলার টিউনটি সকলকে অতিষ্ঠ করে তুলেছে। এবার দিল্লি হাইকোর্টে দায়ের হল ওই টিউনের বিরুদ্ধে জনস্বার্থ মামলা। দাবি, করোনা থাকুক বা যাক, সচেতনতা টিউন এখনই সরাতে হবে।
- Related topics -
- দেশ
- দিল্লী
- দিল্লী হাইকোর্ট
- জনস্বার্থ মামলা

