Pahalgam Attack | ২ জন পাকিস্তানি-২ জন কাশ্মীরি! প্রকাশ্যে পহেলগাঁওতে জঙ্গি হামলার সঙ্গে যুক্ত চার জঙ্গির ছবি!
Wednesday, April 23 2025, 11:15 am
Key Highlightsপহেলগাঁওতে পর্যটকদের ওপর হামলার সঙ্গে জড়িত চার জঙ্গির ছবি এল প্রকাশ্যে। জানা গিয়েছে, তাদের মধ্যে ২ জন পাকিস্তানি, ২ জন কাশ্মীরি।
পহেলগাঁওতে পর্যটকদের ওপর হামলার সঙ্গে জড়িত চার জঙ্গির ছবি এল প্রকাশ্যে। জানা গিয়েছে, তাদের মধ্যে ২ জন পাকিস্তানি, ২ জন কাশ্মীরি। চার জনই লস্কর ই তৈবা সংগঠনের সদস্য। তিন জঙ্গির নাম আসিফ ফৌজি, সুলেমান শাহ, আবু তালহা। প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, চার জঙ্গির হাতে ছিল AK ৪৭। এই ছবি প্রকাশ্যে আসতেই আরও জোরদার করে শুরু হয়েছে তদন্ত। জানা গিয়েছে, জঙ্গিরা যখন পর্যটকদের ওপর হামলা চালায়, তখন শরীরে বাঁধা ছিল লাইভ বডি ক্যামেরা। গোটা ঘটনা ধরা পড়ে সেই ক্যামেরায়। সূত্রের খবর, হামলাকারীরা সংখ্যায় ছিল পাঁচ থেকে ছ’জন।
- Related topics -
- দেশ
- ভারত
- কাশ্মীর
- জম্মু-কাশ্মীর
- কাশ্মীর পুলিশ
- জঙ্গি হামলা
- পাক জঙ্গি
- জঙ্গি
- পহেলগাঁও জঙ্গি হামলা

