IND-PHL | ভারতের থেকে 'মারণাস্ত্র' ব্রাহ্মোস মিসাইল কিনতে আগ্রহী ফিলিপিন্স!

Monday, August 4 2025, 10:23 am
highlightKey Highlights

ভারতের তৈরি ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল প্রথম যে দেশ কিনেছিল, তা হল ফিলিপিন্স।


প্রতিরক্ষা সরঞ্জাম রফতানির ময়দানে এবার নেমে পড়েছে ভারতও। ভারত বর্তমানে বিশ্বের ৯০টি দেশকে অস্ত্র বিক্রি করছে। আর সেই দেশগুলির মধ্যে অন্যতম হল ফিলিপিন্স। ভারতের তৈরি ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল প্রথম যে দেশ কিনেছিল, তা হল ফিলিপিন্স। এমনকি আরও ভারতীয় প্রতিরক্ষা সামগ্রী কেনায় আগ্রহী ফিলিপিন্স। চার দিনের সফরে দিল্লি এসে ফিলিপিন্সের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র বলেন, তিনি আশাবাদী যে আগামী বছরগুলিতে আরও দুটি সেট ব্রাহ্মোস মিসাইল সিস্টেম ফিলিপিন্সের হাতে এসে পৌঁছবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File