Bangladesh Durga Puja | পুজোর মধ্যে ঢাকার মণ্ডপে পেট্রলবোমা হামলা, আহত ৫

Saturday, October 12 2024, 1:17 pm
Bangladesh Durga Puja | পুজোর মধ্যে ঢাকার মণ্ডপে পেট্রলবোমা হামলা, আহত ৫
highlightKey Highlights

ঢাকার তাঁতিবাজারে দুর্গাপুজো মণ্ডপে পেট্রল বোমা হামলা, ৫ জন আহত।


দুর্গোৎসবের মধ্যেও অশান্ত বাংলাদেশ। কোনরকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য নিরাপত্তা ব্যবস্থা কড়া করলেও লাভ হলো না। শুক্রবার রাতে পুরাতন ঢাকার তাঁতিবাজারের একটি পুজোমণ্ডপে ছোড়া হল ‘পেট্রলবোমা’! তাতে সামান্য আগুন ধরলেও কেউ হতাহত হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পুজোমণ্ডপের পাশের একটি গলি থেকে কয়েকজন যুবক মণ্ডপ লক্ষ্য করে একটি বোতল ছুড়ে মারে। স্বেচ্ছাসেবকেরা হামলাকারীদের ধরতে গেলে তারা ছুরিকাঘাত করে। এতেই অন্তত পাঁচজন আহত হয়েছেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File