Sealdah Station | ব্যাগে ছিল ৬টি আগ্নেয়াস্ত্র-সহ ৮ রাউন্ড গুলি! শিয়ালদহ স্টেশনের বাইরে গ্রেফতার ব্যক্তি!
Monday, March 17 2025, 8:48 am

সোমবার শিয়ালদহ স্টেশনের বাইরে থেকে অস্ত্র সহ গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তিকে।
আতঙ্ক শহর কলকাতায়! সোমবার শিয়ালদহ স্টেশনের বাইরে থেকে অস্ত্র সহ গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তিকে। তার থেকে উদ্ধার হয়েছে, ৬টি আগ্নেয়াস্ত্র সহ ৮ রাউন্ড গুলি। ধৃত হাসান শেখ মালদহর বাসিন্দা, হাটে বাজারে এক্সপ্রেসে করে সে শিয়ালদহ স্টেশনে এসেছিল। ভোর সাড়ে পাঁচটা নাগাদ শিয়ালদহ স্টেশনের বাইরে হাসান শেখকে আটক করেন STF সদস্যরা। সেখানে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল এই হাসান। এরপর তার সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালান তন্তকারীরা। এই বিপুল অস্ত্রশস্ত্র হাসান কার কাছে নিয়ে যাচ্ছিল, তা এখনও জানা যায়নি।
- Related topics -
- শহর কলকাতা
- শিয়ালদহ
- শিয়ালদহ
- আগ্নেয়াস্ত্র উদ্ধার
- এসটিএফ