উদ্বেগ বাড়াচ্ছে পায়ের ক্ষত, কমছে দেহের তাপমাত্রা, খড়গপুরের কুকুরের চিকিৎসা হবে কলকাতায়
Monday, November 8 2021, 6:00 am
Key Highlightsগত শনিবার খড়গপুরে এক পথচারী কুকুরের পায়ে চকলেট বোমা বেঁধে দেওয়া হয়েছিল। পায়ে চকলেট বোমা বেঁধে দেওয়ার জেরে মারাত্মক জখম হয় কুকুরটি। পিছনের একটি পায়ের অর্ধেক উড়ে যায়; ক্ষত হয়েছে লেজও। গত রবিবার মানেকা গাঁধীর ‘পিপল ফর অ্যানিম্যালস’ নামে পশুপ্রেমী সংস্থার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছে। সেখান থেকে দ্রুত আহত কুকুরটিকে নিয়ে তারা কলকাতার উদ্দেশ্যে রওনা হন। জানা গেছে বেলগাছিয়ায় একটি হাসপাতালে আহত কুকুরটির অস্ত্রোপাচার হবে। প্রাথমিকভাবে ন’জনকে আটক করা হয়েছে।