NSA Ajit Doval । 'কূটনৈতিক আলোচনা ও বৈঠকের মাধ্যমেই শান্তির পথে ফিরতে হবে' : Brics সম্মেলনে ডোভাল
রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে ভারতই ভরসা। এই মুহূর্তে রাশিয়ায় রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।
রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে ভারতই ভরসা। এই মুহূর্তে রাশিয়ায় রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। সেখানে সেন্ট পিটার্সবার্গে ব্রিকস NSAএর মিটিংয়ে অজিত ডোভাল বর্তমান যুগের সুরক্ষা সংক্রান্ত নানা আশঙ্কার কথা তুলে ধরেন। চিনের বিদেশমন্ত্রী ওয়াং ওয়াইয়ের সঙ্গেও তিনি কিছুক্ষণ কথা বলেছেন বলে খবর। জাতীয় নিরাপত্তা উপদেষ্টার এই সফর নিয়ে জয়শংকর বলেন,'সংঘাত থামানোর সূত্র কখনও রণক্ষেত্রে খুঁজে পাওয়া যাবে না। কূটনৈতিক আলোচনা ও বৈঠকের মাধ্যমেই শান্তির পথে ফিরতে হবে। দুই পক্ষকেই আলোচনায় বসতে হবে।'
- Related topics -
- আন্তর্জাতিক
- ভারত
- দেশ
- রাশিয়া
- ইউক্রেন
- জাতীয় নিরাপত্তা উপদেষ্টা